You are currently viewing রীমান হাইপোথিসিস প্রমাণের পথে… ভূমিকা

রীমান হাইপোথিসিস প্রমাণের পথে… ভূমিকা

আঊযু বিল্লাহি মিনাশ শাইত্বা-নির রাজীম। বিস্ মিল্লাহির রাহমানির রাহীম।

ইনশাআল্লাহ্ তিন খন্ড লেখার ইচ্ছা। আম জনতার জন্য অত্র প্রথম খন্ডটি সম্পূর্ণরূপে গণিতমুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। যদিও গণিতের বই গণিতমুক্ত হলে তা হয় অর্থহীন। তাই প্রথম খন্ডে কোন গণিত না রাখার অপরাধটুকু আশা করি পাঠকবর্গ ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয় খন্ডে Mathematical Introduction ও নানা রকম গাণিতিক প্রয়োগ দেখানো হবে। ফলে বিভিন্ন Algorithms এর মাধ্যমে ক্রিটিক্যাল লাইনের ওপর জেটা-জিরো নির্ণয়ের কৌশল দেখার সুযোগ তৈরী হবে। আর তৃতীয় খন্ডটি Advanced Monograph হিসেবে শুধু Riemann Expert-দের Research Work-গুলো দেখানোর চেষ্টা করা হবে।

শুধু এটুকু বলে রাখি, Riemann Hypothesis যদি চূড়ান্তভাবে সত্য প্রমাণিত হয় তবে শুধু Number Field নয়, সমগ্র গণিত জগত ও মহাবিশ্ব চিরদিনের জন্য আলোকিত হয়ে যাবে। আর যদি Riemann Hypothesis চূড়ান্তভাবে মিথ্যা প্রমাণিত হয় তবে সমগ্র গণিত জগত ও মহাবিশ্ব চিরদিনের জন্য অন্ধকারে নিমজ্জিত হবে।

মুহাম্মাদ শামীম
বাংলাদেশ গণিত ফাউন্ডেশন, ঢাকা, বাংলাদেশ।
৩১শে ডিসেম্বর, ২০২০।

 

 

Spread the love